বুধবার ২৭ আগস্ট ২০২৫ - ২১:০১
শেষযুগ ও মানবতার মুক্তিদাতা সম্পর্কে ইমাম রেজা (আ.)-এর সুসংবাদ

মানব সভ্যতার ইতিহাসে অন্যায় ও অবিচারের বিস্তার যতই প্রবল হোক, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে একদিন ন্যায় ও সত্যের শাসন প্রতিষ্ঠিত হবে। ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের মাধ্যমে এই প্রতিশ্রুতির পূর্ণতা ঘটবে।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামের বিভিন্ন বর্ণনায় যেমন এসেছে, তেমনি আহলে বাইতের (আ.) ইমামগণও এ মহান সত্যকে তাদের শিষ্য ও অনুসারীদের সামনে তুলে ধরেছেন। এর একটি সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায় ইমাম রেজা (আ.)-এর দরবারে কবি দিঅবল খুজায়ী ও তাঁর আবৃত্ত কবিতার ঘটনায়।

দিঅবল খুজায়ী ও তাঁর কবিতা
আহলে বাইতের (আ.) প্রতি গভীর ভালোবাসা পোষণকারী প্রসিদ্ধ কবি দিঅবল ইবনে আলী খুজায়ী এক منظومه (দীর্ঘ কবিতা) রচনা করেন। এতে তিনি কারবালার মর্মান্তিক ঘটনা, ইমাম মূসা ইবনে জাফর (আ.)-এর শাহাদাত এবং বনী হাশিম ও সা’দাতের (নবীর বংশধর) মাজলুম অবস্থার চিত্র অঙ্কন করেন। কুফা থেকে তিনি খোরাসানে আসেন, যেন এই হৃদয়স্পর্শী কবিতা সরাসরি ইমাম রেজা (আ.)-এর সামনে আবৃত্তি করতে পারেন।

দিঅবল পূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে ইমাম রেজা (আ.)-এর দরবারে দাঁড়িয়ে তাঁর কবিতা পাঠ করেন। কবিতার শেষে তিনি দুটি নতুন পঙ্‌ক্তি যুক্ত করেন, যেখানে এমন এক ইমামের বর্ণনা ছিল যিনি শেষযুগে আবির্ভূত হবেন, পৃথিবীকে ন্যায়বিচারে পূর্ণ করবেন এবং সব রকমের অন্যায় ও অত্যাচার নির্মূল করবেন।

ইমাম রেজা (আ.)-এর প্রতিক্রিয়া
ইমাম রেজা (আ.) এই কবিতা শুনে দিঅবলকে সম্বোধন করে বলেন, “এ পর্যন্ত যা পাঠ করলে সবই তোমার লেখা ছিল; কিন্তু এই শেষ দুটি পঙ্‌ক্তি ফেরেশতা তোমার জিহ্বায় প্রবাহিত করেছে।”

এরপর তিনি জিজ্ঞেস করলেন, “তুমি কি জানো, এই ইমাম কে?”
দিঅবল উত্তর দিলেন, “আমি শুধু জানি, তিনি পৃথিবীকে অন্যায়-অবিচার থেকে মুক্ত করবেন এবং ন্যায় ও পবিত্রতায় পূর্ণ করবেন।”

ইমাম রেজা (আ.) বললেন, “তিনি আমার বংশধর, আমার পরবর্তী চতুর্থ সন্তান। তাঁর আবির্ভাব কিয়ামতের মতো হবে। আল্লাহ ছাড়া তাঁর জুহুরের সময় কেউ জানে না। এক শুক্রবার, যখন মানুষ গাফেল থাকবে, তখন সমগ্র পৃথিবীতে একটি আহ্বান ধ্বনিত হবে: ‘আমি বাকিয়াতুল্লাহ, আমি আল্লাহর হুজ্জাত, আমি এই উম্মতের মাহদী।’”

ইমাম রেজা (আ.)-এর এই বাণী মানবতার জন্য আশা ও প্রেরণার উৎস। পৃথিবীতে যতই অন্ধকার, অন্যায় ও জুলুম ছড়িয়ে পড়ুক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের বিজয় হবেই। ইমাম মাহদী (আ.) সেই মহান মুক্তিদাতা, যিনি আল্লাহর প্রতিশ্রুত ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবেন। তাঁর আবির্ভাবের দিন নির্দিষ্ট নয়, তবে বর্ণনায় এসেছে যে তা হবে এক জুমআর দিন—যেদিন সমগ্র মানবতা নতুন আলোকবর্তিকার সাক্ষাৎ লাভ করবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha